Header Ads

Header ADS

ভর্তি পরীক্ষার্থীদের দুর্দশার শেষ কোথায়?

 ভর্তি পরীক্ষার্থীদের দুর্দশার শেষ কোথায়?

ভর্তি পরীক্ষার্থীদের দুর্দশার শেষ কোথায়? - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া


ভর্তি পরীক্ষার্থীদের দুর্দশার শেষ কোথায়?
মো. জাকারিয়া
এই বছরের ভার্সিটি ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে গেছে অনেক আগেই। কিছু কিছু পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়ে গেছে। রোভারিং করার কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সেবা করার সুযোগ হয়। সেবাটা মূলত শিক্ষার্থীদের ও তাদের সাথে থাকা অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের দিকনির্দেশনা দেয়া। কোন কেন্দ্র কোন দিকে রয়েছে সেই তথ্যা দেয়া।

Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া 

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা আংশগ্রহণ করে। কিছু শিক্ষার্থীরা পরিচিতদের মাধ্যমে হলে থাকার সুযোগ লাভ করে। কিছু শিক্ষার্থীরা তাদের আত্মীয়- স্বজনদের বাসায় অবস্থানের সুযোগ পায়। ফলে তারা কিছুদিন আগে এসে বাসায় বা হলে অবস্থান করতে পারে। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীদের এই সুযোগ হয় না। ফলে তাদের পরীক্ষার দিন ভোর রাতে বা সকালে এসে ক্যাম্পাসে (ঢাবির জন্য ঢাকায়, আরইউ এর জন্যে রাজশাহী ইত্যাদি) পৌঁছাতে হয়। সকালের মধ্যে সে ক্যাম্পাসে থাকতে পারবে এমন হিসেব করেই তাদের যাত্রা করতে হয়।

Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া 

অধিকাংশ শিক্ষার্থীকে তাদের কেন্দ্রের সঠিক অবস্থান না জানার করণে অনেক অসুবিধায় পড়তে হয়। ক্যাম্পাসগুলো স্টেশন থেকে কিছুটা ভিতরে হওয়ায় বিভিন্ন মাধ্যমে তাদের কেন্দ্রগুলোতে যেতে হয়। সাধারণত রিকশা ও সিএনজি বেশি ব্যবহার করে থাকে। কিন্তু তারা নতুন হওয়ায় ভাড়ার পরিমাণ জানে না। ফলে ড্রাইভারদের অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা যায়। অনেক সময় ভাড়ার পরিমাণ দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে থাকে। গত ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট-এর সামনে থেকে কার্জন হলের দোয়েল চত্বরে একটা রিকশা ভাড়া ৫০ টাকা চায়। অথচ অন্যসময় ২০-২৫ টাকায় রিকশা পাওয়া যায়।

Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাদের বিশ্ববিদ্যালয় এলাকা বা শহরের (যে শহরে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত) বাহিরে থেকে যে সকল শিক্ষার্থী আসবে তাদের থাকার ব্যবস্থা করে দেয় তবে দূর- দূরান্ত থেকে যারা আসবে তারা আগেই এসে অবস্থান নিতে পারবে। ফলে তারা কোনরকম ঝামেলা ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া সরকার যদি সকল শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট দূরত্বে যাতায়াতের জন্য ভাড়ার পরিমাণ নির্ধারিত করে দেয় তবে শিক্ষার্থীরা ঝামেলামুক্ত ও কম খরচে যাতায়াত করতে পারবে। সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এ ব্যাপারে যথাসম্ভব দ্রুত ব্যবস্থা গ্রহণ করুণ। শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ ঝামেলামুক্ত করুন।

মো. জাকারিয়া : লেখক

Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া 

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

বি.দ্রঃ লেখাটি রোববার ৭ অক্টোবর ২০১৮ এ দৈনিক জনতা প্রকাশিত।

লেখার লিংকঃ দৈনিক জনতা 

লিংকঃ 

No comments

Powered by Blogger.