লেখক হওয়ার স্বপ্ন যেথায় সার্থক
লেখক হওয়ার স্বপ্ন যেথায় সার্থক
আমারা যখন পত্রিকা বা ম্যাগাজিনে কারো লেখা দেখি তখন মনে মনে নিজেকে সেই জায়গায় চিন্তা করি। আর বলি, ইস! আমার লেখা যদি পত্রিকায় আসতো, আমি কেনো তাদের মতো লেখতে পারি না? আজকাল তরুণরা অনেকেই নিয়মিত লিখছে। ডায়রিতে বা অন্য কিছুতে নিজের চিন্তাগুলোকে সংরক্ষণ করছে। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা, গল্প, কবিতা ইত্যাদি অনেক বিষয় নিয়েই লেখালেখি করে কিন্তু সবার সামনে নিয়ে আসতে পারে না। অনেকে ভয়ে কাউকে দেখায় না। আবার অনেকে জানেই না নিজের চিন্তাকে কিভাবে সকলের সামনে তুলে ধরতে হয়, বিভিন্ন পত্রিকায় নিজের লেখা পাঠাতে হয়।
১. তরুণ লেখকদের গাইডলাইন দেয়া। ২. যারা লিখতে আগ্রহী তাদের পরামর্শ দেয়া। ৩. সাহিত্য আড্ডার আয়জন করা। ৪. বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ আয়জন করা। ৫. নিয়মিত মিটিং করা। ৬. খ্যাতনামা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত বিভিন্ন আনুষ্ঠানের আয়োজন করা। ৭. প্রকাশিত লেখাগুলো নিয়ে নিয়মিত বই ও ম্যাগাজিন বের করা।
Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
সেই সকল তরুণদের জন্যই একটি বড় প্লাটফর্ম হচ্ছে 'বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘ'। বাংলাদেশের ইতিহাসে প্রথম তরুণদের জন্য একটি বৃহত্তর প্লাটফর্ম। এই সংঘের লক্ষই হচ্ছে তরুণদের লিখতে সাহায্য করা। যাতে তারা নিজের চিন্তা শক্তিকে বিকশিত করতে পারে লেখনীর মাধ্যমে। এই সংঘের গান হচ্ছে 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়'।Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
এই সংঘের শুরুটা একটু ভিন্নভাবে। জাহানুর ইসলাম ভাই আগেই নিয়মিত লিখতো। ভাইয়ের অনুপ্রেরণায় আমি লেখা শুরু করি। তারপর নিগার সুলতানা সুপ্তি, নাজমুন আরা শামিমা, রেশমা আপু লেখা শুরু করে। যেহেতু আমাদের মতো অনেকেই লিখতে চায় কিন্তু কোন পরামর্শ পায় না। তাদের একটু পরামর্শ দিলেই তারা আরো ভালো কিছু করতে পারবে। তাই আমরা একটা সংঘ তৈরি করার চিন্তা করি। যেখানে সবাই তাদের নিজেদের উন্নয়নের সাথে সাথে তার আশেপাশে যারা লিখতে চায় তাদেরকেও পরামর্শ দিতে পারে। মে মাসের ২৬ তারিখে ৫ জনকে নিয়ে 'তরুণ কলাম লেখক পরিবার' নাম দিয়ে একটি ম্যাসেনজার গ্রুপ খুলি। পরবর্তীতে ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ২০ সদস্য কমিটি বিশিষ্ট 'বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘ' নামে এই সংঘের যাত্রা শুরু হয়। বর্তমানে ৬৬ জন সদস্য রয়েছে যা ক্রমবর্ধমান। ফেসবুক পেইজ ও গ্রুপের মাধ্যমে এর সাথে যুক্ত হওয়া যায়। সদস্য হওয়ার প্রক্রিয়া : এই সংঘের সদস্য হওয়ার জন্যে যে কোন বিষয়ে একটি লেখা গ্রুপে বা পেইজে বা যে কোন সদস্যের কাছে পাঠাতে হয়। জমা দেয়ার পর আপনাকে আমাদের সদস্য গ্রুপে যুক্ত করে নেয়া হবে। সেখানে আপনি নিয়মিত লেখা দিতে পারবেন।Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
সংগঠনের কার্যাবলী :১. তরুণ লেখকদের গাইডলাইন দেয়া। ২. যারা লিখতে আগ্রহী তাদের পরামর্শ দেয়া। ৩. সাহিত্য আড্ডার আয়জন করা। ৪. বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ আয়জন করা। ৫. নিয়মিত মিটিং করা। ৬. খ্যাতনামা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত বিভিন্ন আনুষ্ঠানের আয়োজন করা। ৭. প্রকাশিত লেখাগুলো নিয়ে নিয়মিত বই ও ম্যাগাজিন বের করা।
Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
আপনারা কী পাবেন : ১. আপনার লিখাগুলোর সংশোধ করার সুযোগ থাকে। ২. অন্যের লেখাগুলো দেখে দিতে পারবেন। এতে করে অনেক আর্টিকেল পড়ার সুযোগ ও এডিটের অভিজ্ঞতাও হবে। ৩. বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজসহ দেশের বিভিন্ন প্রান্তের সদস্যদের সাথে পরিচিতি বাড়ানোর সুযোগ থাকবে। ৪. নানা মুনির নানা মত। তাই সদস্য অনেক হওয়ায় বিভিন্ন চিন্তাধারার সাথে পরিচয় হওয়ার সুযোগ থাকছে। ৫. সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভা ইত্যাদি কর্মকা-ে নিজেদের সংযুক্ত করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে। ৬. সাহিত্য আড্ডায় খ্যাতনামা সাহিত্যিক, লেখক, কলামিস্ট ইত্যাদি ব্যক্তিদের সাথে পরিচয় হওয়ার সুযোগ থাকবে ৭. সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে পরিচয়ের সুযোগ ঘটবে। ৮. নেতৃত্বের বিকাশ ঘটাতে পারবে। 'বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘ' নামে এই সংগঠনের একটি ফেইসবুক পেইজ ও গ্রুপ রয়েছে। সেখানে যুক্ত হয়ে আমাদের কার্যাবলী পর্যবেক্ষণ করতে পারেন। আমরা আশা করছি যে, তরুণরা প্রতিভাকে বিকশিত করতে পারবে এই সংগঠনের মাধ্যমে।
মো. জাকারিয়া : লেখক
Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
বি.দ্রঃ লেখাটি বুধবার ৩ অক্টোবর ২০১৮ এ দৈনিক জনতা প্রকাশিত।
লেখার লিংকঃ দৈনিক জনতা
No comments