Header Ads

Header ADS

রুখতে হবে কালোবাজারি

 রুখতে হবে কালোবাজারি

Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
বর্তমান বিশ্বে যতগুলো দেশের উন্নত সংস্কৃতি রয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা বিভিন্নভাবে উদ্যাপন করে থাকি। আর আমাদের অর্থনীতির একটা বড় অংশ আসে এই সাংস্কৃতিককেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম থেকে। আর এইসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কালোবাজারি সিন্ডিকেট। তারা জিনিসপত্রের কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি, বেশি লাভের আশায় পণ্যদ্রব্যে ভেজাল মেশানো, ওজনে কম দেওয়াসহ  বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে, যা দেশের অর্থনীতির ওপর বিরূপ অবস্থার সৃষ্টি করে।

Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া 

পবিত্র মাহে রমজান শুরু হতে না হতেই সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারির সদস্যরা। তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা যেন দীর্ঘদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল। রমজানের প্রথম সপ্তাহে কালোবাজারিদের কারসাজিতে পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। শুধু তাই নয় রমজান উপলক্ষে সরবরাহকৃত পণ্যদ্রব্যের মানও ঠিক নাই। ভেজাল দ্রব্যে সয়লাব হয়ে গেছে রমজানের বাজার। যার ভুক্তভোগী সাধারণ মানুষ। যেন তারা কালোবাজারিদের হাতে এক ধরনের বন্দি! চাইলেও কিছু করার নাই।

Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া 

যে কোনো সমস্যা সমাধানের একমাত্র উত্তম কাজ হচ্ছে প্রতিরোধ করা। আর এই ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে আছি। কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ করতে কার্যত যে রকম কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কোনো এক অজানা রহস্যে সেভাবে পদক্ষেপ  নেওয়া হচ্ছে না। যদিও সামপ্রতিক সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন বাজারে কালোবাজারিদের বিরুদ্ধে স্বল্প পরিসরে অভিযান পরিচালনা করছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটি খুবই সীমিত। তাই মনে করি কালোবাজারিদের দৌরাত্ম্য রুখতে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া 

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

বি.দ্রঃ লেখাটি ২৩ মে, ২০১৮ ইং এ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত।

লেখার লিংকঃ দৈনিক ইত্তেফাক


No comments

Powered by Blogger.