এবারের বইমেলায় আসছে ‘সফলতার আপেক্ষিকতা’ ও ‘প্রেম মানুষকে একা করে দেয়’
করোনাকালের অন্যতম আলোচিত তরুণ কবি, সাহিত্যিক ও প্রবন্ধিক সহস্র সুমনের দুইটি বই আসছে এবারের বইমেলা ২০২১ এ। ‘সফলতার আপেক্ষিকতা’ যা হলো প্রবন্ধ গ্রন্থ ও অপরটি হলো কবিতার বই ‘প্রেম মানুষকে একা করে দেয়’।
সহস্র সুমন। সহস্র সুমন। সহস্র সুমন। সহস্র সুমন। সহস্র সুমন। সহস্র সুমন। সহস্র সুমন। সহস্র সুমন। সহস্র সুমন। সহস্র সুমন। সহস্র সুমন।
করোনাকালের সবচেয়ে আলোচিত কবিতা, “এ যাত্রায় বেঁচে গেলে” এর কবি সহস্র সুমনের বই দুটি প্রকাশ করছে যথাক্রমে তাম্রলিপি প্রকাশন ও নওরোজ কিতাবিস্তান। প্রকাশনা সংস্থা ও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম ও দূরবীন ডটকম ইতোমধ্যে বই দুটির প্রি-অর্ডার শুরু করেছে। এর আগেও শিখা প্রকাশনী ও অন্বেষা প্রকাশনী থেকে লেখকের বারোটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
‘সফলতার আপেক্ষিকতা’ লেখক সহস্র সুমন। সহস্র সুমনের দুইটি বই আসছে এবারের বইমেলায়। করোনাকালের অন্যতম আলোচিত তরুণ কবি। করোনাকালের কবিতা “এ যাত্রায় বেঁচে গেলে”। বই ‘সফলতার আপেক্ষিকতা’ ও ‘প্রেম মানুষকে একা করে দেয়’।
মানুষের সফলতা ও সফলতার মাপকাঠি, যাদেরকে আমরা সফল বই তারা আসলেই কী সফল? ইত্যাদি বিষয়গুলো সুন্দর ও সবলীল ভাষায় লেখক ফুটিয়েতুলেছেন তার লেখায়। তিনি মনে করেন, সফলতা বা ব্যর্থতা আপেক্ষিক একটা বিষয়। এর দায় ও কৃতিত্ব একজন মানুষের একার নয়। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, সমাজের কাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ পরিসেবা ইত্যাদি সকল বিষয়ের সাথে আমাদের সফলতা, সুখ ও ব্যর্থতা সংশ্লিষ্টতা রয়েছে। মানুষের হতাশা বা আত্মহত্যা প্রবণতার পিছনের কারণগুলো অনুসন্ধান করার চেষ্ঠা করেছেন এই বইতে।
‘সফলতার আপেক্ষিকতা’ লেখক সহস্র সুমন। সহস্র সুমনের দুইটি বই আসছে এবারের বইমেলায়। করোনাকালের অন্যতম আলোচিত তরুণ কবি। করোনাকালের কবিতা “এ যাত্রায় বেঁচে গেলে”। বই ‘সফলতার আপেক্ষিকতা’ ও ‘প্রেম মানুষকে একা করে দেয়’।
তার ‘প্রেম মানুষকে একা করে দেয়’ কবিতার বইতে স্থান পেয়েছে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কবিতাগুলোসহ প্রায় সত্তরটি কবিতা। যেমনঃ করনার সময়ে সবচেয়ে আলোচিত কবিতা, “এ যাত্রায় বেঁচে গেলে”, "নিজের মত সংসার ", “অনেক রাত্তিরের কবিতা ", “প্রেম মানুষকে একা করে দেয় " ইত্যাদি।
লেখক বই দুটো নিয়েই তিনি বেশ আশাবাদী। পূর্ববর্তী বইগুলোর মত লেখকে এই বইদুটোও পাঠক আশানুরূপ সারা পাবে। বই দুটোর নামে মধ্যে যেমন ভিন্নতা রয়েছে তেমনি এর ভেতরের লেখায় ভাব ও বক্তব্যের গভীরতা রয়েছে। আর সফলতার আপেক্ষিকতা গ্রন্থটি যুব সমাজকে সফলতা বিষয়ে নতুন করে ভাবতে শেখাবে।
‘সফলতার আপেক্ষিকতা’ লেখক সহস্র সুমন। সহস্র সুমনের দুইটি বই আসছে এবারের বইমেলায়। করোনাকালের অন্যতম আলোচিত তরুণ কবি। করোনাকালের কবিতা “এ যাত্রায় বেঁচে গেলে”। বই ‘সফলতার আপেক্ষিকতা’ ও ‘প্রেম মানুষকে একা করে দেয়’।
লেখাটি নিউজভিশন অনলাইন পোর্টালে পাবিশ করা করা হয়েছিল।
প্রকাশিত লেখার লিংকঃ
পত্রিকার লিংকঃ https://newsvisionbd.com/
No comments