ব্লগ টিউটরিয়ালঃ ব্লগার ড্যাশবোর্ড পরিচিতি | পর্বঃ ০২
ব্লগার ড্যাশবোর্ড পরিচিতিঃ
- New Post: এই প্লাস আইকনে ক্লিক দিলে আপনাকে নতুন পোস্ট দেওয়ার পেইজটি ওপেন হবে।
- Posts: আপনি যতটি পোষ্ট করেছেন তা তালিকা সব পোস্ট এখানে তারিখ অনুযায়ী দেখতে পাবেন। পুরাতন পোস্টটি পড়ে থাকে। আর নতুন পোস্ট উপরে জমা হতে থেকে। অনেক সময় পোস্ট করার পর তা ডিলিট কিংবা কোন ধরণের পরিবর্তন করতে চাইলে এখান থেকে করতে পারবেন।
- Stats: আপনার ব্লগে বিভিন্ন পোস্টের কী পরিমান ট্রাফিক হয়েছে ও আপনার সাইটের সকল ট্রাফিক সম্পর্কে বিস্তারিত এখানে জানতে পারবেন। গুগুল আপনাকে আপনার সাইট সম্পর্কিত সমস্ত কিছু এখানে দেখাবে। এখান দেখতে পারবেন কোন পোষ্টে কতটি ভিউ (View) হয়েছে, কোন কোন দেশ হতে ভিজিটররা আপনার ব্লগ ভিজিট করলো, কোন Operating System ব্যবহার করে আপনার ব্লগে ভিজিট করলো ভিজিটররা এবং কোন ধরনের ব্রাউজার ব্যবহার করে আপনার ব্লগে ভিজিটররা আসলো ইত্যাদিসহ আরও অনেক বিস্তারিত জানতে পারবেন। কীভাবে একটি ব্লগ তৈরী করা যায়? https://yourbrandmaker.blogspot.com/2021/01/blog-post.html
- Comments: এই comments সেকশনের আপনার ব্লগের বিভিন্ন পোষ্টে কতটি কমেন্ট করেছে,কমেন্ট অনুমোদন দেওয়া এবং কোন কমেন্ট বিশেষত স্প্যাম কমেন্ট ডিলিট করা কাজে ব্যবহৃত হয়ে থাকে।
- Earning: ব্লগারে আপনার যদি অনেক পরিমানে ভিজিটর থাকে তবে আপনি Google AdSense এ একাউন্ট করে তা Approved করিয়ে নিতে পারবেন। Google AdSense এ Approve হলে আপনার ব্লগে বিভিন্ন Advertisement আসবে। তার থেকে একটা রেভিনিউ আপনাকে দিবে গুগুল। তাই এখানে শো করবে।
- Pages: এই মেনুতে সাধারনত ব্লগের বিভিন্ন পেইজ ক্রিয়েট করা যায়। যেমনঃ এবাউট (about) যেখানের আপনার আর আপনার ব্লগ সম্পর্কিত বিভিন্ন তথ্য থাকে বা, ব্লগের পলিসি গুলো নিয়ে, কনটাক্ট পেজ ইত্যাদি টাইপের বিভিন্ন ধরণের পেজ তৈরী করা হয়ে থাকে। কীভাবে একটি ব্লগ তৈরী করা যায়? https://yourbrandmaker.blogspot.com/2021/01/blog-post.html
- Layout: ব্লগের টেমপ্লেট একটি গুরুত্বপূর্ণ অংশ। যেখানে আপনি আপনার ব্লগে বিভিন্ন ধরনের Gadget ব্যবহার করতে পারবেন। একটি সাজানো গুছানো ব্লগ তৈরীর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক কথায় সম্পূর্ণ ডিজাইনটাই এই Layout এ করতে হয়।
- Theme: এটি হচ্ছে ব্লগারের মূল। এটাই নির্ধারণ করে দিবে আপনার ব্লগটি কেমন হবে।
- Settings: এই আমরা সবাই বুঝি। এটা থেকে ব্লগের নাম, ব্লগ এড্রেস পরিবর্তন এবং ব্লগের বিবরণ ইত্যাদি আরও নানা কাজ করতে পারবেন এখানে। কীভাবে একটি ব্লগ তৈরী করা যায়? https://yourbrandmaker.blogspot.com/2021/01/blog-post.html
- Reading List: আপনি আপনার আইডি দিয়ে যেই যেই ব্লগগুলো সাবস্ক্রাইব করবেন সেই ব্লগগুলোর বিভিন্ন পোষ্ট শো করবে এখানে। কিন্তু যদি আপনি কোন ব্লগ সাবস্ক্রাব না করে থাকেন তারপরও আপনার একাউন্ট রিলেটেড বিভিন্ন পোস্ট গুগল এখানেশো করবে।
- View Blog: এই মেনুতে ক্লিক করে আপনি আপনার ব্লগটির সাইটে যেতে পারবেন।
No comments