চাই পারিবারিক সুদৃঢ় বন্ধন
চাই পারিবারিক সুদৃঢ় বন্ধন
একদা মানুষ বনে জঙ্গলে একা একা ঘুরে বেড়াতো। করতো নিঃসঙ্গ জীবন- যাপন। বিভিন্ন প্রয়োজনে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বসবাস করা শুরু করে। গঠন করে যৌথ পারিবারিক কাঠামো। সময়ের বিবর্তনে যৌথ পারিবারিক কাঠামো ভেঙে গঠিত হয়েছে একক বা ক্ষুদ্র পরিবার। সাম্প্রতিক সময়ে এই একক পরিবারের ব্যাপকতা সর্বত্রই বিরাজমান।
Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
যৌথ বা মিশ্র পরিবার ভেঙে শুধু মাত্র স্বামী-স্ত্রী আর সন্তানরা মিলে একক পরিবারের সৃষ্টি। একক পরিবার সৃষ্টির ফলে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। ফলে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক হ্রাস পায়। বর্তমানে একান্নবর্তী পরিবারের ধারণাগুলো বিলুপ্ত প্রায়। একক পরিবারগুলোতে দেখা যায় যে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তারা সামগ্রিক চিন্তায় তেমন অভ্যস্ত নয়। একক পরিবারগুলোর প্রায় অধিকাংশই নগরকেন্দ্রিক। এই পরিবারের স্বামী-স্ত্রীরা প্রায় উভয়ই চাকরি করেন। একক পরিবারগুলোতে যৌথ পরিবারগুলোর মতো সদস্য সংখ্যা না থাকায় তাদের সন্তানদের একরকম নিঃসঙ্গ জীবন-যাপন করতে হয়। বাবা-মায়ের আদর থেকে বঞ্চিত হয় সন্তানেরা। ফলে সন্তানদের মধ্যে এক ধরনের হতাশা বাসা বাধে। আর এই সর্বনাশা হতাশাই তাদেরকে নিয়ে যায় অধঃপতনের দিকে। তারা জঙ্গিবাদ, মাদকাসক্তসহ বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ে।
Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
অতীতে সুস্থ বিনোদন বলতে পারিবারিকভাবে ঘুরতে যাওয়া, বিভিন্ন আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়া ইত্যাদিকে বুঝাতো। এই সবই আত্মিক বন্ধনকে সুদৃঢ় করতো। কিন্তু বর্তমানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকায় পারিবারিক বন্ধনগুলো তেমন সুদৃঢ় হচ্ছে না। সুস্থ বিনোদনের ধারাও ব্যাহত হচ্ছে। আর এভাবেই গড়ে উঠছে একটি হতাশাগ্রস্ত ভবিষ্যত্। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের পারিবারিক বন্ধন সদয় করা উচিত।
Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
প্রত্যেক পিতামাতার উচিত তাদের সন্তানদের ব্যাপারে খোঁজ-খবর রাখা। সন্তানরা কাদের সঙ্গে চলাফেরা করে, কোথায় কোথায় যায়, ইত্যাদি বিষয়েও সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্তানদের বিষয়ে তাদের পিতামাতা সজাগ থাকলে তরুণদের দ্বারা বর্তমান সময়ে যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তা অনেকাংশে কমে আসবে বলে মনে করি।
Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া - Shikder Mohammad Jakaria - সিকদার মোহাম্মদ জাকারিয়া
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
বি.দ্রঃ লেখাটি ২২ জুলাই, ২০১৮ ইং এ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত।
লেখার লিংকঃ দৈনিক ইত্তেফাক
No comments